বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আবারও পাকিস্থানে হামলার হুমিক ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-border

আওয়ার ইসলাম :  সার্জিক্যাল স্ট্রাইকের পরেও কমেনি জঙ্গি হানা। সীমান্তের ওপার থেকে ক্রমাগত হামলা চালাচ্ছে পাক বাহিনীও। ফলে প্রশ্নের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। তাই পরিস্থিতি সামলাতে আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। জানালেন, প্রয়োজনে ফের পাক-অধিকৃত কাশ্মীরে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। খবর আনন্দবাজরের।

ঘটনাচক্রে এ দিনই ফের সংঘর্ষবিরতি ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান। আবার রাত পৌনে ১১টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ-সেনা যৌথ বাহিনীর। গুলি বিনিময়ের মাঝে পড়ে আহত হন আহমদ কুমার নামে ম‌‌‌ৎস্য দফতরের এক নিরাপত্তা রক্ষী। হাসপাতালের পথে মারা যান তিনি। দু’জন জঙ্গির সঙ্গে প্রায় মাঝরাত পর্যন্ত সংঘর্ষ চলেছে বাহিনীর।

এর আগে আজ দিল্লিতে একটি অনুষ্ঠানে পর্রীকর বলেন, ‘‘প্রতিটি সেনার মৃত্যুই কষ্টের। কিন্তু পাক হামলার জবাব দিতে ভারত বদ্ধপরিকর। প্রয়োজনে ফের সীমান্ত পেরিয়ে হামলা হবে।’’

আআ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ