বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ভারতের প্রতিরক্ষামন্ত্রী আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

varot

আওয়ার ইসলাম : বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য দুদিনের সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বুধবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা ছাড়াও পারিকার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন।

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ভারতীয় বিশেষ বিমান যোগে কাল বুধবার ঢাকা এসে পৌঁছাবেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতের এ প্রতিনিধিদলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

আইএসপিআর আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি দু’দিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর ঢাকা তাগ করবে।

আঅা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ