শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বিক্ষোভের কারণে সুচির ইন্দোনেশিয়া সফর বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sukiআওয়ার ইসলাম: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা নিধনের প্রতিবাদে সুচির বিরুদ্ধে চলছে ইন্দোনেশিয়া জুড়েই বিক্ষোভ। তাই ইন্দোনেশিয়া সফর স্থগিত করেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসির (এনএলডি) প্রধান অং সান সুচি। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলামানদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ এবং সেখানে মিয়ানমারের দূতাবাসে হামলার পরিকল্পনার প্রেক্ষাপটে দেশটিতে পূর্বনির্ধারিত সফর স্থগিত করলেন সুচি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তারা বলছে, মিয়ানমারের সরকার জাতিগতভাবে রোহিঙ্গাদের দেশ থেকে নির্মূল করতে চায়।

এরই মধ্যে অনেক রোহিঙ্গা নাগরিক সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং আরো হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় খুঁজছে।

যদিও সুচির সরকার রোহিঙ্গাদের গণধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অভিযোগগুলো অস্বীকার করছে, তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপের মুখে আছেন শান্তিতে নোবেলজয়ী সুচি।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ