বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


‘নিরীহ রোহিঙ্গাদের আশ্রয় দিন, আল্লাহ আশ্রয়দাতাকে পছন্দ করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

durlavpuriসিলেট: জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেছেন, মায়ানমারে সংখ্যালঘু মুসলমানদের পর অমানবিক জুলুম নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। প্রকাশ্যে দিবালোকে মুসলমানদের গলা কেটে ও পুড়িয়ে মারা হচ্ছে, অথচ আজ বিশ্ব মোড়লরা নীরব।

আল্লামা দুর্লভপুরী বলেন, বিশ্বর কোথাও কোন জাতি গোষ্ঠীর উপর আক্রমন হলে বিশ্ব নেতারা মানবাধিকার লংঘনের দোহাই তোলেন। কিন্তু আজ রোহিঙ্গা মুসলমানরা অসহায়, তাদের ব্যাপারে কোন কথা নেই। এতেই প্রতীয়মান হয়, মুসলিম নিধন হলে তাদের কোন মাথা ব্যাথা নেই।

তিনি বলেন, অং সান সূচী সন্ত্রাসী ও মুসলিম বিদ্বেষী এই অশান্তির নেত্রীর নোবেল শান্তি পুরষ্কার বাতিল করা সময়ের অপরিহার্য দাবী। মুসলমান হত্যার জন্য তার আর্ন্তজাতিক আদালতে বিচার করা হোক।

দুর্লভপুরী বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেন, অনতি বিলম্বে সীমান্ত খুলে দিন, নিরীহ রোহিঙ্গাদের আশ্রয় দিন, নিশ্চয় নিরাশ্রয়ের আশ্রয় দাতাকে আল্লাহ পছন্দ করেন।

তিনি মঙ্গলবার বিকেল ৩টায় জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী, মাওঃ আব্দুল হক গোবিন্দপুরী, জেলা জমিয়তের উলামার সাধারণ সম্পাদক বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, মাওঃ খালিদ সাইফুল্লাহ, মাওঃ আব্দুল মুমিন, মাওঃ ফখরুল ইসলাম, মাওঃ ক্বারী সাজ্জাদুর রহমান, মাওঃ আব্দুর রহমান, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ বদরুল ইসলাম আল ফারুক, মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ ক্বারী মাসুক আহমদ, হাফিজ আব্দুল মালিক, মাওঃ এনামুল হাসান, মাওঃ খলিলুর রহমান, ছাত্রনেতাদের মধ্যে হাফিজ হফিজ ইমদাদ উল্লাহ মারজান, সিদ্দিকুর রহমান, আসাদ আহমদ, রায়হান আহমদ, মারুফ আহমদ, জুনায়েদ আল হাবিব, জবরুল ইসলাম, মহসিনুল আম্বিয়া, মাওঃ শোয়াইবুর রহমান, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ আব্দুল কুদ্দুছ, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ কাওছার আহমদ, গোলাম কিবরিয়া, হাফিজ কামাল, হাফিজ বুরহান, হা. তারেক, হা. ওলিউর রহমান প্রমুখ।

বিকেল ২টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা থেকে মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে জমিয়তে উলামা কর্তৃক আয়োজিত বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন জমিয়তে উলামার কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী, আমীরে জমিয়ত শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা শামছুদ্দিন দুর্লভপুরী, মিছিলটি কানাইঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট মধ্য বাজারে এক পথসভায় মিলিত হয়। সভায় বিক্ষুব্ধ জনতা মায়ানমারের জাতীয় পতাকা পুড়িয়ে দেন।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ