শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম:   মানবিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে অবস্থা বুঝে তাদের আবার ফেরত পাঠানো হবে।

শুক্রবার রাজধানীতে আগারগাঁও পলিটেকনিক্যাল কলেজের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা দেশে অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে  আহ্বান জানানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

তাছাড়া দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আমরা এ সমস্যার সমাধান করবো। একই সাথে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ