শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ছাত্র মজলিস সিলেটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet8আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে সরকারি মদদে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস হত্যাকাণ্ড, হাজার হাজার ঘর বাড়িতে অগ্নিসংযোগ, নির্বিচারে ধর্ষণ ও মুসলিম নিধনের প্রতিবাদে ২৪ নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

মহানগর সভাপতি তারিক বিন হাবীব এর সভাপতিত্বে ও সেক্রেটারী সাদিক সালীমের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলী।

বক্তব্য রাখেন কেন্দ্রিয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম সোহাইল আহমদ, বাংলাদেশ খেলাফল মজলিস সিলেট জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহ সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আলহাজ। মাওলানা এমরান আলম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সৈয়দ ফেদাউল হক, পশ্চিম জেলা সভাপতি আল মাহমুদ আতিক, জামেয়া মাদানিয়া সভাপতি জামাল আহমদ, পূর্ব জেলা সেক্রেটারী এম আশিকুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, জামেয়া মাদানিয়া সেক্রেটারী ইকরামুল হক জুনেদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশিদ মোস্তাক, জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ ও আব্দুল কুদ্দুছ, মহানগর বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম, মাদানিয়া প্রশিক্ষণ সম্পাদক নূর আহমদ সুমন, বায়তুল মাল সম্পাদক আহসান সাদি, মহানগর প্রচার সম্পাদক মইন উদ্দিন, আহবাবুর রহমান, ইব্রাহীম খলিল, আব্দুর রহমান, মনির হোসাইন, আলী হায়দার, আব্দুর রহমান জনি, আইনুল ইসলাম, মইন উদ্দিন, মনসুর আহমদ, মাহবুবুল আলম প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ