শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


এই প্রথম হিজড়াদের জন্য মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

SONY DSC

আওয়ার ইসলাম: হিজড়াদের জন্য আলাদা মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছে পাকিস্তানের হিজড়াদের একটি সংস্থা। দেশটির ইসলামাবাদে এই প্রথম নির্মিত হচ্ছে এ ধরনের মসজিদ।

দেশটির হিজড়া অধিকার বিষয়ক একদল কর্মী সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছেন। তাদের মতে হিজড়া সম্প্রদায় যাতে মসজিদেও বৈষম্যের শিকার না হয় এ কারণেই এ উদ্যোগ।

হিজড়াদের অধিকার বিষয়ক সংস্থা ‘সফর’ এর প্রধান নাদিম খাশিশ জানান, ‘আমরা মূলত সমাজকে এই বার্তা দিতে চাই হিজড়ারাও মানুষ। তাদেরও মসজিদে নামাজের অধিকার রয়েছে। তাদেরও অধিকার আছে মসজিদে গিয়ে প্রার্থনা করার, পবিত্র কুরআন পাঠ করার।’

পাকিস্তানের এই সংস্থাটিতে প্রায় দুই হাজার ৭০০ জন হিজড়া রয়েছেন। এদের বেশিরভাগরই বসবাস ইসলামাবাদে।

পাকিস্তানে হিজড়াদের এখনো নাগরিক সুবিধা দেয়া হয়নি।

পুরো বিশ্বেই হিজড়াদের বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। বাঁকা চোখে এবং বিরক্তিকর চাহনিতে মানুষ তাদের নানারকম কটুক্তি করে থাকে। অথচ এটি আদৌ উচিত নয়। কারণ হিজড়াও আল্লাহ কর্তৃক সৃষ্ট। তাদেরও নাগরিক সুবিধার কথা কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে।

সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট

আরআর


সম্পর্কিত খবর