শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নোট ও রোহিঙ্গা সঙ্কটে দেওবন্দে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দারুল উলুম দেওবন্দ থেকে

deubond8ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর অর্থনৈতিক সঙ্কট বিরাজ করছে। এ সঙ্কট দেশটির অন্যতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দকেউ প্রভাবিত করেছে।

চলমান এ সঙ্কট নিরসন, কৃষি খাতে অচলাবস্থা, মাদরাসার ছাত্র-শিক্ষকদের পেরেশানি, সাধারণ ব্যবসায়ী-শ্রমজীবিদের দুর্বোগসহ নানা বিষয়কে সামানে রেখে বুধবার এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

এসময় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা ও দোয়া করা হয়।

বুধবার সকালে দারুল উলুমের মুহতামিম স্বাক্ষরিত এক জরুরি নোটিশের পর মাদরাসার ৬ষ্ঠ ঘণ্টা বাতিল করে ওই সময়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আগে খতমে আয়াতে কারিমা (দোয়ায়ে ইউনুস)-এর আমলও অনুষ্টিত হয়েছে৷

স্থানীয় সময় বিকেল ৩টা থেকে আয়াতে কারিমার পাঠ শুরু হয়ে ৪টার কিছু পূর্বে মোনাজাতের মাধ্যমে শেষ হয় দোয়া পর্ব৷ এতে দারুল উলুমের সকল ছাত্র-উস্তাদসহ বাইরের সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশ গ্রহণ করেছে৷

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ