বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga-returnআওয়ার ইসলাম:  মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে শতাধিক রোহিঙ্গাকে আটক করে আবারো তাদের স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পরবর্তী সময় পর্যন্ত  টেকনাফ ও উখিয়ার সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করে এসব রোহিঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি কমান্ডার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, এক সীমান্ত দিয়ে ৭৮ জন ও অন্য সীমান্ত দিয়ে ৩৮ জনকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, গত শুক্রবার রাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠায় কোস্টগার্ড। এদের মধ্যে ২৮ জন পুরুষ, ৬১ জন নারী ও ৩৬ শিশু।

এদিকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রোববার মধ্যরাতে টেকনাফের জাদিমুড়া সীমান্ত বরাবর নাফ নদীর মাঝখানে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে আরাকান রাজ্যে। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার লোক।

রোহিঙ্গা মুসলিমদেরকে পালিয়ে আসতেও বাধা দিচ্ছে দেশটির সেনাসদস্যরা; যারা পালানোর চেষ্টা করছেন তাদের অনেককেই গুলি করে হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ