মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে সরকারকে গালমন্দ করে লাভ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhib khan

মুহিব খান

কাশ্মীর-রোহিঙ্গাসহ বিভিন্ন মুসলিম স্বার্থসংশ্লিষ্ট গুরুতর ইস্যুতে বিশেষ একটি দল বা সরকারকে একতরফা গালমন্দ করেই বা লাভ কী?

সরকার আসে সরকার যায়, সব সরকারকেই দেশ চালাতে হয় নিজ স্বার্থসহ জাতীয় আন্তর্জাতিক একশোদিক মাথায় রেখে, কিন্তু বিরোধী দলগুলোও কি সমানতালেই নির্বিকার নয়?

সবচেয়ে বড় কথা- শুধু আলেম ওলামা ও চিহ্ণিত ইসলামপন্থীরা ছাড়া এদেশের কোটি কোটি সাধারণ মুসলমানেরও যে এসব বিষয়ে আজকাল মোটেও আগ্রহ বা উদ্বেগ নেই; এটাও কি লক্ষ্যণীয় নয়! অথচ বিশ বছর আগের বাংলাদেশ ছিলো এর পুরোই বিপরিত। জাতীয় চেতনা ও চরিত্রের এই যে রহস্যজনক পরিবর্তন, এ নিয়ে ভাবা দরকার, একশোদিক বুঝে কথা বলা ও কাজ করা দরকার।

শুধু গরম পোস্টে খুশি, নরম পোস্টেই বেজার, কৌশলী পোস্ট না বুঝেই আকাশ পাতাল সন্দেহ আর লেজে গোবরে মন্তব্য ছুঁড়ে দেয়ায় পটু হালকা আবেগী জ্ঞানের কোনো মূল্য নেই, বাস্তব কার্যকারিতাও নেই।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ