বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাক প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ হচ্ছেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: আজ সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে বেফাকের প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত সাক্ষাৎ হচ্ছে না বলে জানা গেছে। তবে আজকের নির্ধারিত সাক্ষাৎটি আগামী বুধবার (২৩ নভেম্বর) হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি টিম কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যু এবং আল্লামা আহমদ শফী’র চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল।

মোবাইলে যোগাযোগ করা হলে আল্লামা আশরাফ আলী আওয়ার ইসলামকে বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা সাক্ষাতের জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন আসে। সেখান থেকে জানানো হয় প্রধানমন্ত্রী অসুস্থতার কারণে আজ বসতে পারবেন না।

তবে বৈঠকটি আগামী ২৩ নভেম্বর হতে পারে বলেও সেখান থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি টিমের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের সাক্ষাতের মূল বিষয় ছিল কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি। চলমান সংকট নিরসনে আল্লামা আহমদ শফীর একটি লিখিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করা।

আরআর

আগের সংবাদ

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাকের প্রতিনিধিদের সাক্ষাৎ, কী আছে চিঠিতে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ