সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বাগেরহাটে লাশ; অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানাচ্ছে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম
আওয়ার ইসলাম

lash_jabbarরাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে ফজরের আজানের আগেই বাগের হাটের কচুয়ার নিজ গ্রামে পৌঁছেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বারের লাশবাহী গাড়ি।

ভোর হতেই তাকে একনজর দেখার জন্য ভিড় করছেন এলাকাবাসী।

তার ছোট মেয়ের জামাতা তানিম হাসান মাহমুদি অাওয়ার ইসলামকে টেলিফোনে জানান, আত্মীয় স্বজন, স্থানীয় উলামায়ে কেরাম, এলাকাবাসী হজরতকে দেখতে লাশবাহী গাড়ির কাছে প্রচণ্ড ভিড় করছে। শোকে কাতর এলাকাবাসীর সকালে অশ্রুসজল নয়নে শেষবার দেখে নিচ্ছেন গুণী এই মানুষটিকে।

পারিবারিক সিদ্ধান অনুযায়ী হজরতের প্রতিষ্ঠিত খলিশাখালি নেযামিয়া মাদরাসা, মঘিয়া নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হবে।

অাজ শনিবার সকাল ১১টায় খলিশাখালি নেযামিয়া মাদরাসা, মঘিয়া মাঠেই আবারও তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার ইমামতি করবেন তার মেয়ে জামাতা, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসেন।

জানা যায়, গতরাতে ঢাকা থেকে বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাকের দায়িত্বশীলরা লাশবাহী গাড়ির সঙ্গে বাগের হাটে পৌঁছেছেন।

এইচএ

http://ourislam24.com/2016/11/18/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ