বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


এই বাড়িটিই বেফাক মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী
অনলাইন এক্টিভিস্ট

jabbar_homeএই বাড়িটির ছবি মাথায় ঘুরপাক খাচ্ছে সারাদিন ধরে। এই বাড়িটি বেফাকের মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর।

আমার ধারণা ছিল এতবড় প্রতিষ্ঠানের মহাসচিব, তার বাড়িটি অন্তত পাকা হবে, কমপক্ষে দুই তিন তলা হবে, গ্রামে যেহেতু, অন্তত শান বাঁধানো পুকুরঘাট থাকবে, সারি সারি তাল গাছ সুপোরি গাছ থাকবে, বারান্দার সোফা সেট হবে বিদেশি লেটেস্ট মডেলের এবং অবশ্যই বাসার বাইরে উঠোনের একপাশে দুএকটি দামি গাড়ি দেখতে পাওয়া যাবে।

নাহ, তেমন কিছুই দেখতে পেলাম না।

আপনি আমাকে হতাশ করলেন মাননীয় মহাসচিব।

আপনার তো দেখি কিছুই নাই। জরাজীর্ণ একটি কুঠির রেখে গিয়েছেন আপনি!

অথচ এই অধমের চেনাজানা অনেককেই তো দেখলাম অদৃশ্য গায়েবী পদ্ধতিতে দামি ফ্ল্যাট, দামি গাড়ির মালিক হয়ে গেছেন রাতারাতি। উনারাও কিন্তু মাদরাসার সাথেই সম্পৃক্ত ছিলেন এবং আছেন।

আপনি এই দুনিয়ায় কিছুই করতে পারেননি।

আপনার কি এই দুনিয়ায় কিছু করার মত মেধা ও যোগ্যতা কম ছিল?

চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠে এক অচেনা বেদনায়।

আমাদের প্রয়োজন দুনিয়ার জীবনে কিছু করার মত অযোগ্য কিছু মানুষের। আপনার মতই অযোগ্য কিছু নেতার, কিছু ব্যক্তিত্বের।

আপনার জীবদ্দশায় চিনতে পারিনি আপনাকে হজরত। খুব দুর্ভাগা উত্তরসূরি আমরা...

আরআর

http://ourislam24.com/2016/11/19/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ