শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জানাজা পড়াবেন আল্লামা আশরাফ আলী, দাফন নিজ গ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq5আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের জানাজা  পড়াবেন বেফাকের সহসভাপতি এবং মালিবাগ জামিয়া শরইয়্যার মুহতামিম আল্লামা আশরাফ আলী।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাড়ে ৭ টায় এশার জামাত শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানাজা শেষে সেখান থেকেই তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বাগেরহাটের সহবতকাঠী গ্রামে। সন্ধ্যায় এ বিষয়ে এক বেফাক কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলেহুদ্দীন রাজু  এবং অন্যান্য নেতৃবৃন্দ।

তবে নেতৃবৃন্দ মরহুমের দাফন তার শেষ ইচ্ছে অনুযায়ী বেফাক কার্যালয়ে হবে না বাগেরহাটে এ নিয়ে দিনভর আলোচনা করেন। শেষ পর্যন্ত শীর্ষ আলেমগণ বাগেরহাটের নিজ গ্রামের দাফনের বিষয়ে সিদ্ধান্তে নেন।

উল্লেখ্য, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার আজ সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরআর

রাষ্ট্রমন্ত্রী ও মোকতাদির চৌধুরী এমপির শোক

বেফাক মহাসচিবের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক


সম্পর্কিত খবর