শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ফের ভূমিকম্প নিউজিল্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

earth-2

আওয়ার ইসলাম: আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উপকূলে।রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

এর আগেও আরেকটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। ফলে দুজনের মৃত্যু হয়। এতে ওয়েলিংটনের বাসিন্দারা তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে পার্কে এসে অবস্থান নেন।

vumikompo

স্থানীয় সময় ১৩টা ৪৫ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চল ক্রাইস্টচার্চ এলাকায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি।

এর আগে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্পটির উৎপত্তিও একই এলাকায়। যার পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়। এতে দেশটিতে পানি সরবরাহে ও বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।
এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, প্রথম ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া ভবন থেকে ১০০ বছরের এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে উদ্ধার করা হয়। কিন্তু তার ছেলেকে মৃত উদ্ধার করা হয়।

এ বি আর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ