বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ওরেগনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

This photograph made available by The New Paper on December 9, 2013 shows rioters on a rampage in Singapore's Little India district late on December 8. Hundreds of South Asian workers rioted in Singapore late on December 8 after being enraged by a fatal road accident, leaving 18 people injured and police vehicles burnt in the city-state's worst outbreak of violence in more than 40 years. SINGAPORE OUT AFP PHOTO/THE NEW PAPER/JONATHAN CHOO ---- EDITORS NOTE ----- RESTRICTED TO EDITORIAL USE MANDATORY CREDIT "AFP PHOTO / THE NEW PAPER / Jonathan Choo" -- NO MARKETING -- NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS -- NO ARCHIVES

আওয়ার ইসলাম:  যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে   ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায় শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় এই শহরটিতে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। এদের অনেকে দোকান গুড়িয়ে দেওয়া, গাড়ির কাঁচ ভাঙা, পটকা ছোড়া এবং আবর্জনায় আগুন দেওয়ার মতো সহিংস ঘটনায় ক্রমান্বয়ে জড়িয়ে পড়ছে।

এ ঘটনায় পুলিশে সেখানে দাঙ্গার পরিস্থিতি ঘোষণা করেছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ওরেগনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে সহিংসতা হলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতে বিক্ষোভের মাত্রা বুধবারের তুলনায় ছোট হয়ে এসেছে।

গত মঙ্গলবারের নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পপুলার ভোট বেশি পেলেও বেশি ইলেকটোরাল ভোটে পদ্ধতিতে হেরে গেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি। কিন্তু ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।

'ট্রাম্প ইজ নট মাই প্রেসিডেন্ট', 'নো রেসিজম' স্লোগান দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ করে আগুন ধরিয়ে যান চলাচলে বাধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। 'অভিবাসী ও মুসলিমবিরোধী' বক্তব্যে র কারণে সামলোচিত ট্রাম্পকে তার বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

এ বি আর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ