শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjumanআওয়ার ইসলাম: শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ-এর ৩৫ বছর পূর্তি ও ৫ সালা দু'দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন ১০ নভেম্বর বৃহস্পতিবার থেকে নগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সে শুরু হচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণ করবেন আল্লামা আবুল হাসান আযমী সাহেব ভারত, শেখ হুমুদ বিন আহমদ আল আহমারী সৌদিআরব, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী মালয়েশিয়া। বয়ান পেশ করবেন, আল্লামা আব্দুল মুমিন ইমামবাড়ী, শায়খুল হাদীস আল্লামা খলিলুর রহমান বর্ণভী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, শায়খুল হাদীস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদীস আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী, শায়খুল হাদীস নূরুল ইসলাম খান, শায়খুল হাদীস আল্লামা জুবায়ের আহমদ ইন্দেশ্বরী, মুফতী সাঈদ নূর মানিকগঞ্জ, মুফতি আবুল কালাম জাকারিয়া, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, মাওলানা মুহিবুল ইসলাম বুরহান, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রামীসহ দেশের প্রখ্যাত উলামায়ে কিরাম।
মনোমুগ্ধকর তিলাওয়াত পরিবেশন করবেন, হাটহজারী মাদরাসার কিরাআত বিভাগীয় প্রধান কারী জহিরুল হক, আন্তর্জাতিক কারী হাফিজ নাজমুল হাসান, হাফিজ জাকারিয়া, কারী আশিক মোস্তাফি, কারী আব্দুর রহীম আজমী, কারী আসলাম বিন জহির, কারী আব্দুল্লাহ আল মামুন, হাফিজ কারী সাকিব হাসানসহ অনেকেই।
সম্মেলনে নাশিদ পরিবেশন করবেন ঢাকা আইনুদ্দীন আল আজাদ ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবু সুফিয়ানসহ সিলেটের নাশিদ ব্যক্তিত্ত্বগণ।
সকল কুরআন প্রেমিকদের উপস্থিত হবার জন্য আঞ্জুমান সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কারী মাওলানা ইমদাদুল হক আহ্বান করেছেন।
আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ