বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

163898_132আওয়ার ইসলাম: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ৪৯তম সভা সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইবিসিএফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন।
সভায় ‘আইবিসিএফ রিসার্চ ও ট্রেনিং একাডেমি’ নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানটি মধ্যম ও উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নির্বাহীদের দক্ষতা ও নেতৃত্বের উন্ন্য়নে কাজ করবে।

আগামী ২৯ অক্টোবর উচ্চপর্যায়ের নির্বাহীদের প্রশিক্ষণের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নূূরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, আইবিসিএফের উপদেষ্টা শাহ্ আবদুল হান্নান, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তৌহিদুল আলম, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, সোস্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ইউনুস আলী, আইবিসিএফের সচিব মো: মাহফুজুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সচিব নিজামুল ইসলাম চৌধুরী, ঢাকা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: সিরাজুল হক, প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এ জেড এম সাইকুল ইসলাম, এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং শাখার প্রধান নির্বাহী আবদুস সাত্তার, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং এক্সিম ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সদস্যসচিব এ কিউ এম সফিউল্লাহ আরিফ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ