মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


ভারত পানি চুক্তি লঙ্ঘন করলে সর্বশক্তি দিয়ে জবাব দেয়ার হুমকি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: পাকিস্তান ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত সিন্ধু পানি চুক্তি বা আইডব্লিটি লঙ্ঘন করে ‘খোলাখুলি আগ্রাসন’ দেখালে সর্বশক্তি দিয়ে নয়াদিল্লিকে তার জবাব দেয়া হবে।

পাক সিনেটের পানি ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির পানি ও  বিদ্যুৎ সচিব ইউনিস দাঘা। তিনি বলেন, এক তরফা ভাবে পানি পানিচুক্তি ভঙ্গ করে আগ্রাসন দেখালে তার জবাব দেয়া হবে। পাক সংসদের উচ্চকক্ষে সিনেটর শেরি রহমানের উত্থাপিত মুলতবি প্রস্তাব বিষয়ে কমিটি বৈঠকে বসলে এ কথা বলা হয়।

ভারত একতরফা ভাবে আইডিব্লউটি নাকচ করবে বলে হুমকি দেয়ার প্রেক্ষাপটে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন তিনি। পাকিস্তান পিপলস পার্টি বা  পিপিপি সিনেটর তার প্রস্তাবে ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ফলাফল এবং এ রকম 'যুদ্ধাবস্থা' মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক তরফাভাবে এ চুক্তি লঙ্ঘন করার যে হুমকি দিয়েছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেরি রহমান।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ