শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


স্কটল্যান্ডের নারী পুলিশে হিজাবের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

scotish-muslim-women-police আওয়ার ইসলাম: স্কটল্যান্ডে পুলিশ বাহিনীতে নারী সংখ্যা বাড়তে থাকায় মুসলিম নারীদের হিজাব অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা আশা করছেন, নতুন এই ঘোষণার ফলে মুসলিম নারীরা এই পেশায় কাজ করার আগ্রহ বোধ করবেন।
এর আগে পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

অতীতে স্কটল্যান্ডের নারী পুলিশরা হিজাব পরার অনুমতি পেতেন । তবে এই সুবিধা ছিলো কেবল উর্ধ্বতন কর্মকর্তাদের।

এক বিবৃতিতে চিফ কনস্টেবল ফিল গোরমলেই বলেছেন, ‘আমি এ ধরনের ঘোষণা দিতে পেরে খুবই আনন্দিত। এ ধরনের পেশায় মুসলমান এবং বৃহত্তর সম্প্রদায়কে স্বাগত জানাই।’

স্কটিশ পুলিশ মুসলিম এসোসিয়েশন (এসপিএমএ) এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসপিএমএর প্রধান ফাহাদ বশির বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক। এ ধরনের সিদ্ধান্তে মুসলিম নারীরাও এখন পুলিশে যোগদানের ব্যাপারে আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

এ বি আর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ