রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

খামেনির নির্দেশেই মক্কায় মিজাইল হামলা: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khamenei

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশে এবং কুর্দি বাহিনীর তত্ত্বাবধানে পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিজাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি।

তিনি পবিত্র নগরী মক্কায় বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন।

এর আগে, গত ২৯ অক্টোবর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। পরে সৌদি প্রতিরক্ষা কর্মীরা মক্কায় পৌঁছানোর আগেই ওই রকেট ধ্বংস করে। হুথি বিদ্রোহীদের এ হামলার জন্য শুরু থেকেই সৌদি আরব ও এর মিত্র দেশগুলো ইরানকে দায়ী করে আসছে।

সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে ওই হামলার কথা উল্লেখ করেছেন। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) থেকে মানবতা ও ইসলামবিরোধীদের বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মুসলিম দেশগুলোকে ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন মরিয়ম।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ইয়েমেনে বিদ্রোহীদের ব্যাপক হামলায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি দেশ থেকে পালিয়ে গেছেন।

এদিকে হাদিকে আবার ক্ষমতায় বসাতে দেশটিতে বিদ্রোহী ও হাদি বিরোধীদের লক্ষ্য করে হামলা শুরু করে সৌদি জোট। ইয়েমেনের এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৌদি আরব এ সংঘাতে বিদ্রোহীদের মদদ দেয়ায় ইরানকে দায়ী করছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ