শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসরাইলিদের থাকতে দিতে অস্বীকৃতি জানালো জার্মানির গেস্ট হাউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb8f8cef4727gpkj_800c450

আওয়ার ইসলাম: ইসরাইলের একদল নাগরিককে থাকতে দিতে পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে জার্মানির একটি গেস্ট হাউজ। অগ্রিম বুকিং দেয়া সত্ত্বেও পরিচয় প্রকাশিত হওয়ার পর ইসরাইলিদের ঠাঁই হবে না বলে দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিয়েছে গেস্ট হাউজ কর্তৃপক্ষ।

আগামী বছরের আগস্টে ছুটি কাটানোর জন্য গেস্ট হাউজে আগাম বুকিং দিয়েছিলেন ইসরাইলের চার পরিবার। জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চীয় বাডেন-ওরটেনবার্গ অঞ্চলের ব্ল্যাক ফরেস্ট শহরের দ্যা ম্যাটেনহোফ গেস্ট হাউজ প্রথমে তাদের বুকিং গ্রহণও করেছিল। পরে তা নাকচ করে দেয়। ইসরাইলি পর্যটকদের  একজন এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানানোর সূত্র ধরেই ঘটনাটি প্রকাশিত হয়েছে।

ইসরাইলি হিসেবে তাদের পরিচয় প্রকাশ হওয়ার পর গেস্ট হাউজ কর্তৃপক্ষ বুকিং বাতিল করার জন্য একটি বার্তা দেয়। এতে বলা হয়, ‘গেস্ট হাউজ কর্তৃপক্ষ ইসরাইলি কোনো অতিথি চায় না। এ গেস্ট হাউজ ইসরাইলিদের জন্য নয়। তাই দয়া করে আপনাদের বুকিং বাতিল করুন।’

ইসরাইলি পরিবারগুলোর পক্ষ থেকে এর বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে তেল আবিবের দৈনিক জেরুজালেম পোস্ট।

সূত্র: পার্স টুডে

এফএফ

আরও পড়ুন

http://ourislam24.com/2016/11/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ