মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


লিবিয়ায় গাড়ি বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

libia3আওয়ার ইসলাম: লিবিয়ার বেনগাজিতে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের একজন লিবিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ বুঘাইঘিস। অপর দুজনের একজন লিবিয়ান বিমানসেনা ও সাধারণ নাগরিক রয়েছেন। চারজনের মধ্যে কেবল বাংলাদেশি নাগরিকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সকালে বেনগাজির কিশ এলাকায় একটি হোটেলে এই বোমা হামলা হয়। অনেকে আবার বলেছেন, ঘটনার সময় হোটেলটি লক্ষ্য করে একটি রকেট হামলা চালানো হয়েছিল।

হামলায় চারজন নিহত ছাড়াও আরো ২৪ জন আহত হয়েছেন। আহতদের বেনগাজির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীর বরাতে লিবিয়া হেরাল্ড জানিয়েছে, আন্তর্জাতিকভাবে পরিচিত দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ বুঘাইঘিস ওই ঘটনার সময় বিস্ফোরিত গাড়িটির পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে তাঁকে লক্ষ্য করেই এ হামলা কি না, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে ২০১৪ সালেও মোহাম্মদ বুঘাইঘিসের বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ