শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


মাথা বা হাতের ইশারায় সালামের জবাব দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salam2আবু সাঈদ যোবায়ের

সালাম ইসলামি চেতনার একটি আদর্শিক প্রকাশ।সালাম দেয়া সুন্নাত, তবে এর উত্তর দেয়া ওয়াজিব। অনেকে সালামের উত্তর মুখে উচ্চারণ না করে শুধু হাত বা মাথায় ইশারা করেন।  এটি সঠিক নয়। সালামদাতাকে জওয়াব শুনিয়ে দেওয়া ওয়াজিব। জওয়াব না শুনিয়ে নিম্ন স্বরে দেওয়া যথেষ্ট নয়। আর মৌখিক জওয়াব না দিয়ে শুধু মাথা বা হাতের ইশারার দ্বারা সালামের উত্তর আদায় হয় না।

তবে যদি সালামদাতা বধির হয় অথবা দূরে থাকে যেখানে আওয়াজ পৌঁছবে না, তাহলে মৌখিক জবাবের পাশাপাশি ইশারাও করবে। যেন সালামদাতা বুঝতে পারে, তার সালামের জওয়াব দেওয়া হয়েছে।

-সূরা নিসা : ৮৬; সহীহ বুখারী ২/৯২৪; জামে তিরমিযী ২/৯৯;

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ