শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক দেশে ফিরে গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: পাকিস্তান থেকে বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক সুরজিত সিং দেশে ফিরে গেছেন। শুক্রবার রাতে তিনি ইসলামাবাদ ছেড়েছেন বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমাদ চৌধুরী ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনীতিক সুরজিত সিংকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং পাকিস্তান ছাড়ার জন্য তাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন। সে সময় আইজাজ চৌধুরী সুরজিতের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সুরজিতকে ভিয়েনা কনভেনশন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে।

এর আগে ভারতে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক মেহমুদ আক্তারকে গোয়েন্দাবৃত্তির সন্দেহে আটক করা হয় এবং পরে ছেড়ে দেয়া হলেও তাকে ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়। তবে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সে সময় তিনি এও বলেছেন, পাকিস্তানি কূটনীতিককে আটকের মাধ্যমে ভারত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর