মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


আমলে মানুষ নুর হয় গোনাহে আগুন: শায়খ নোমান আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক

14886364_1112338618864380_1049383996_nশাইখুল ইসলাম মাদানী রহ. এর খলিফা  শায়খ নোমান আহমদ বলেছেন,  নেক আমলের দ্বারা মানুষ আপাদমস্তক নুর হয়। দিলে ও চেহারায় নেককারের আলামত ভেসে ওঠে। গোনাহে মানুষ আগুনে পরিণত হয়। চেহারায় বদকারের ছাপ পড়ে। শরীরটা জাহান্নামের জ্বালানী হয়।

তিনি আরও বলেন, কিতাব পড়ে, বাইয়াতের মাধ্যমে ইমান-আমল সম্পর্কে যে জ্ঞান অর্জিত হয় তদানুযায়ী আমল করা হলে আল্লাহ ইলম বাড়িয়ে দেন এবং জ্ঞানে আমলে বরকত দান করেন।

শুক্রবার বাদ মাগরিব রামপুরাস্থ নতুনবাগে জামিয়া আরাবিয়া দারুল উলুম মিলনায়তনে আত্মশুদ্ধিমূলক মজলিসে সায়্যিদ হোসাইন আহমদ মাদানি রহ. এর খলিফা শায়খ নোমান আহমদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এছাড়া আত্মশুদ্ধিমূলক মজলিসে আরও বক্তব্য রাখেন মুফতি ওয়াক্কাস, শায়খ শেখ মুজিবুর রহমান, বায়তুল মুকাররমের সিনিয়র ইমাম শায়খ মুহিব্বুল্লাহ আল বাকি প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ