শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ভারতে হিন্দু জনসংখ্যা ক্রমাগতভাবে কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

girirazআওয়ার ইসলাম: ভারতে হিন্দু জনসংখ্যা ক্রমাগতভাবে কমে যাচ্ছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। এ ব্যাপারে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করার পক্ষে সাফাই দিয়েছেন তিনি।

রোববার উত্তর প্রদেশে সাহারানপুর জেলার দেওবন্দে এক সভায় গিরিরাজ বলেন, ‘দেশের ৮ টি রাজ্যে ক্রমাগত হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। এ জন্য হিন্দুদের জনসংখ্যা বাড়াতে হবে।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এ দেশের মানুষ রাম মন্দির চাচ্ছেন। কিন্তু দেশে কোনো রামভক্ত না থাকলে রাম মন্দির কীভাবে তৈরি হবে?’

তার দাবি, ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়েছিল সেসময় পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু জনসংখ্যা ছিল। কিন্তু এখন তা কমে এক শতাংশে এসে দাঁড়িয়েছে। একইভাবে ভারতে ৯০ শতাংশ হিন্দু এবং ১০ শতাংশ মুসলিম ছিল। কিন্তু এখন হিন্দু কমে ৭৬ শতাংশ এবং মুসলিম বেড়ে ২৪ শতাংশ হয়েছে।

গিরিরাজ সিং ‘সংখ্যালঘু’ শব্দ পরিবর্তনের দাবি করেছেন। এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশে মুসলিমদের জনসংখ্যা ২০ কোটি হলে তারা সংখ্যালঘু কী করে হয়? দেশের ২০ টি জেলা এমন যেখানে মুসলিমদের সংখ্যা ৫০ শতাংশ অথবা তার বেশি কিন্তু তা সত্ত্বেও তারা সংখ্যালঘু।’

১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়েছিল সেসময় পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু জনসংখ্যা ছিল। কিন্তু এখন তা কমে এক শতাংশে এসে দাঁড়িয়েছে। একইভাবে ভারতে ৯০ শতাংশ হিন্দু এবং ১০ শতাংশ মুসলিম ছিল। কিন্তু এখন হিন্দু কমে ৭৬ শতাংশ এবং মুসলিম বেড়ে ২৪ শতাংশ হয়েছে।

তিনি বলেন, ‘এক এজেন্সির মতে বিহারের কিশানগঞ্জে মুসলিমদের জনসংখ্যা ৭০ শতাংশ এবং হিন্দুদের জনসংখ্যা ২০ শতাংশের আশেপাশে। তা সত্ত্বেও সেখানে হিন্দুরা সংখ্যাগুরু এবং মুসলিমরা সংখ্যালঘু।’ দেশের সংসদের ভেতরে এবং বাইরে সংখ্যালঘু সংজ্ঞা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলেও গিরিরাজ সিং মন্তব্য করেন।

সূত্র: পার্স টুডে

এফএফ

আরও পড়ুন:

http://ourislam24.com/2016/10/25/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ