শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তানে নারী সাংবাদিককে চড় মারলেন পুলিশ; অনলাইনে ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vairalআওয়ার ইসলাম: পাকিস্তানে প্রকাশ্যে এক নারী সাংবাদিককে চড় মেরেছেন পাকিস্তান ফ্রন্টিয়ার্স ক্রপসের এক কনস্টেবল।  ওই সাংবাদিককে চড় মাড়ার দৃশ্যটি সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়। ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে পড়েছে অনলাইনে।  পাকিস্তানের করাচিতে ন্যাশনাল অথরিটি অব ডাটাবেজ রেজিস্ট্রেশনের (এনডিআরএ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেছেন, কোনো সাংবাদিককে মারধরের কোনো ঘটনা সহ্য করা হবে না।

ভিডিওতে দেখা যায়, এনডিআর-এ ঢোকার চেষ্টা চালান ওই নারী সাংবাদিক। এসময় টিভি চ্যানেলটির ক্যামেরাপার্সনকে আটক করে তারা। ক্যামেরাপার্সনকে ছেড়ে দিতে নিরাপত্তা বাহিনীর ওই সদস্যকে বারবার  বলেন ওই সাংবাদিক।   তিনি বারবার ওই গার্ডকে ক্যামেরায় ফোকাস করছিলেন। আর তাকে প্রশ্ন করছিলেন, আপনার ঘরে কি মা-বোন নেই? আপনি কি সবসময় এখানকার দর্শনার্থীদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেন? এতে ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিককে চড় মারেন তিনি। এরপর গুলি ছুড়ে আশেপাশের লোকদের ভয় দেখান।

এই ঘটনায় সাংবাদিক ও পুলিশ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ