বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও আরবী নিয়েছেন আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-abdullah-copyআওয়ার ইসলাম: ঢাবির ‘খ’ ইউনিটে ১ম হওয়া আবদুল্লাহ মজুমদার আরবী বিষয় নিয়েছেন। যদিও আব্দুল্লাহ ইচ্ছে করলে যেকোন বিষয় নিতে পারতেন।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৬-১৭ সেশনের মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন মাদ্রাসা বোর্ড থেকে দাখিল ও আলিম পাস করা শিক্ষার্থী আবদুল্লাহ মজুমদার। আব্দুল্লাহ মজুমদার ২০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১৮৫ পেয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বাংলায় ৩০ এর মধ্যে ২৫.৫০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৪ এবং সাধারণ জ্ঞানে ৬০ এর মধ্যে ৫৫.৫০ পেয়েছেন।

জানা গেছে, আব্দুল্লাহ একজন ধর্মভীরু মুসলিম। তিনি ইসলাম নিয়ে গবেষণা করতে চান।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ বিভাগের এসোসিয়েট প্রফেসর ও টিভি আলোচক জাকারিয়া মজুমদারের মেজো ছেলে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ