শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


গুপ্তচরবৃত্তির অভিযোগে কাশ্মীরে দেড়শ’ কবুতর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kobutarআওয়ার ইসলাম: গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের পুলিশ ১৫০টির বেশি কবুতর আটক করেছে। কবুতরগুলোকে সেভ এনিমেলস নামের একটি এনজিও'র কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আটক করার পর সেগুলো যাতে উড়ে পালাতে না পারে সেজন্য সেগুলোর ডানা ছেটে ফেলা হয়েছে।

৬ অক্টোব বিক্রম চকে নিরাপত্তা তল্লাসির সময় একটি গাড়ি থেকে ১৫০টি কবুতর আটক করা হয়। কবুতরগুলোকে একটি বাক্সে আটক রাখা হয়েছিল। কবুতরগুলোর পায়ে রিং দেখা যাওয়ার পর সেভ এনজিও চেয়ারম্যান সন্দেহপ্রবণ হয়ে ডেপুটি কমিশনারকে চিঠি লিখেন।

ডিসি এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

এফএফ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ