বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বাংলা আঞ্চলিক শব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাব্বির জাদিদ

sabbir-jadidআমাদের আঞ্চলিক শব্দ আমার কাছে মনে হয় রত্নভাণ্ডার। এতো কোমল, এতো স্নিগ্ধ, কখনো এতো রসাত্মক এই শব্দরাজি— এগুলোকে আমি আত্মস্থ করার চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই আমার লেখায় ব্যবহার করার উদ্দেশ্যে। আপনারা যারা আমার এলাকা থেকে দূরের, উদাহরণসহ কয়েকটা শুনুন না!
★ টোনকো। টোনকো মানে শক্ত। মাটি খুপ টোনকো রে।
★ নেতোড়। নেতোড় মানে আবর্জনা। এই জরিনা, ঝাঁটা দিয়ে নেতোড় চুয়া (পরিষ্কার) কর।
★কেমরে-কেমরে। কেমরে-কেমরে এসেছে সম্ভবত ক্রমে ক্রমে থেকে। কেমরে-কেমরে আমার অসুক বাড়েই যাচ্ছে।
★ঝক করে। ঝক করে মানে জলদি করে। ঝক করে বাড়ি আয়, তোর শ্বশুর আসে বসে আছে।
★নক করে। নক করে মানে চুপটি করে। নক করে বসে থাকো বাবু।
★নি-আজুরি। নি-আজুরি মানে অনর্থক কাজ। আজাইরা। তোর নি-আজুরি কাম দেখে মিজাজটা যা হচ্ছে!
★ পয়ান। নরোম মাটির রাস্তায় গরুর গাড়ি চললে চাকার চাপে যে দাগ জন্ম নেয়, তা-ই পয়ান। ডানি বাই করিস নে। পয়ানের উপর দিয়ে গাড়ি চালা।
★অ-সেলে। অ-সেলে মানে বিরক্ত করা। কাজের সুমায় অ-সেলে করিস নে তো!

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ