বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


ফ্রান্সে ইসলাম নিয়ে সমস্যা আছে : ওঁলাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olad_franceআওয়ার ইসলাম: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশে ইসলাম ধর্ম নিয়ে সমস্যা আছে। ফ্রান্সে এতো বেশি অভিবাসী আসছে, যাদের আসা

গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার পর এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন ওঁলাদ। চলতি সপ্তাহে প্রকাশিত ‘অ্যা প্রেসিডেন্ট শুড নট সে দ্যাট’ শীর্ষক একটি বইতে এই সাক্ষাৎকারটি সংযুক্ত করা হয়েছে।

ওঁলাদ বলেছেন, ‘এটা সত্য যে ইসলাম নিয়ে সমস্যা আছে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এটা বিপজ্জনক ধর্ম সে হিসেবে ইসলাম সমস্যা নয়। তবে এটা রাষ্ট্রধর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাতেই সমস্যা।

ফ্রান্সে আসা মুসলমানদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ আমি মনে করি এদেশে এমন অনেক অভিবাসী এসেছেন যাদের আসা উচিৎ ছিল না।

প্রসঙ্গত, গত দুই বছর চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্সে মুসলমানবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। আদালতের নির্দেশনার পরও দেশটির ৩০টি শহরে পুরো শরীর ঢেকে রাখা মুসলমান নারীদের সাতারের পোশাক বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা অভিবাসী ও জাতীয় পরিচয় ইস্যুটিকে প্রাধান্য দিতে শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ