শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানে তালেবানের গুলিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত: নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

heli-copআওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আজ(রোববার) খুব ভোরে তালেবানের গুলিতে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে আট সেনা নিহত হয়েছে।

তালেবানের হাতে অবরুদ্ধ প্রাদেশিক রাজধানী পুল-ই-খোমরি’তে অস্ত্র সরবরাহের চেষ্টা করার সময় এমআই-১৭ ভূপাতিত হয় বলে আফগান সংবাদ সংস্থা খামা নিউজ এজেন্সি জানিয়েছে।  এতে পাঁচ ক্রু এবং তিন আফগান সেনা নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন। অবশ্য গুলিতে ভূপাতিত হওয়ার কথা নাকচ করে দিয়ে যান্ত্রিক গোলযোগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ দিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গুলি করে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেন। বাগলানের প্রাদেশকি দুই কর্মকর্তা এ দাবিকে সমর্থন করেছেন। তারা বলেন, গোলাবারুদ, খাদ্য এবং পানি সরবরাহ করার সময়ে তালেবানের গুলিতে বিধ্বস্ত হয় এটি।

বাগলান এবং কুন্দুজ প্রদেশের ওপর সম্প্রতি তালেবান হামলা জোরদার হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ