শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


কল্যাণপুরে নিহত নয়জনের লাশ দাফনের জন্য হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jongiআওয়ার ইসলাম : বাংলাদেশে গুলশান হামলায় নিহত সন্ত্রাসীদের পর এবার কল্যাণপুরে নিহত ব্যাক্তিদের লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে। কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই অভিযানের দুই মাস পর নিহতদের লাশ কাউন্টার টেররিজম ইউনিটের কাছে তুলে দেয়া হলো।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ।

এরপর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্যরা লাশ দাফনের ব্যবস্থা করবেন। জুরাইন কবরস্থানে এই নয়জনের লাশ দাফন করা হবে বলেও জানা গেছে।

কল্যাণপুরে গভীর রাতে চালানো অভিযানের পরদিন ময়নাতদন্ত কার্যক্রমের পর থেকে দুই মাস ধরে লাশ ডাকা মেডিকেলের হিমঘরে ছিল।

সূত্র : বিবিসি

এফএফ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ