বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে বার্মিংহাম জমিয়তের সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sufianআওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার উদ্যোগে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মুফতী আবু সুফিয়ান সহ ৮ নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান রোববার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার  জেলার কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের বন্দরবাজারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম আল্লামা শায়খ জিয়া উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহামের সহ সভাপতি ও শাহবাগ জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল হাফীজ ও সান্ডওয়েল জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়খ জিয়া উদ্দীন বলেন, গত ১৬ সেপ্টেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন, নিকটাত্মীয় আরও ২জনসহ মোট ৮ জন  নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত বর ছাত্র জমিয়ত নেতা মাওলানা আবু সুফিয়ানের পরিবার, তার চাচা মতিউর রহমানের পরিবার, দুরুদ মিয়ার পরিবার ও মাওলানা সাইদুর রহমানের পরিবার নেহায়েত গরিব। স্বজনহারা পরিবারে এখন চলছে শোকের মাতম। উপাজর্নক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো প্রায় নিঃস্ব। তিনি এনা পরিবহনকে আর্থিক ক্ষতি পূরণের দাবি জানান। এছাড়াও দেশী ও প্রবাসী বিত্তবানদেরকে নিহতদের বিপদগ্রস্ত অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, বাস চালকদের চলন্ত অবস্থায় যানবাহনে মোবাইল ও  উচ্চ আওয়াজে গান-বাজনা নিষিদ্ধ করতঃ চালকদের  দক্ষতা বৃদ্ধির বিষয়টি ক্ষতিয়ে দেখতে মোবাইল কোর্ট এর মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

কমলগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক রুপসপুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়ত ভারপ্রাপ্ত সভাপতি শিহাব আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মৌলভীবাজার জেলা জমিয়তের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী, সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল হাফিজ শমশেরনগরী, রুপসপুর মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুল হালিম, সহ সেক্রেটারী মাওলানা সুলেমান আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা তৈয়্যিবুর রাহমান চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,  সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা সদরুল আমিন, জমিয়তে উলামায়ে ইসলাম কুড়ারবাজার ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ওয়ালীউল্লাহ, ছাত্র জমিয়ত সিলেট জেলা সভাপতি মাওলানা সাইফুর রাহমান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমাদুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামীদ খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মানসুর বিন সালেহ, ছাত্র জমিয়ত মৌলভীবাজার জেলার সহ সেক্রেটারী গাজী সউদ বিন জামিল, স্থানীয় মুরব্বী মুহাঃ জাহেদুল হক, আলহাজ্ব আব্দুল হাকিম, ফটো সাংবাদিক আমির হুসেন সাগর প্রমুখ সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে নিহতদের রূহে মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ