বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সৌদিতে যে খেলায় প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন ২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-carআওয়ার ইসলাম: ভয়ঙ্কররকম কার রেসিংয়ে আশক্তি রয়েছে সৌদি নাগরিকদের। আর এ খেলায় প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন ২০ জন। সাম্প্রতিক এক রিপোর্টে এমনটিই দেখা গেছে।

রিপোর্টে বলা হয়েছে, রেসিংয়ে কার ড্রাফটিং এবং একপাশের চাকা উপরে উঠিয়ে দ্রুত গতিতে প্রাইভেটকার চালানোর এ খেলা খুবই ভয়ঙ্কর। যাতে সৌদি তরুণরা দারুণ আশক্ত হয়ে পড়ছে আর মৃত্যুর ঝুঁকি দিনদিন বেড়ে চলেছে।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ঙ্কর এ খেলায় সৌদি সরকার অনেক আগে থেকেই কঠোর। তবে তরুণদের এ খেলা থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ায় সাম্প্রতিক সময়ে জরিমানা বাড়িয়েছে ২০ গুণ। প্রথমবার এ ধরনের কার রেসিংয়ে কাউকে আটক করা হলে জরিমানা গুণতে হতো ১ থেকে ২ হাজার রিয়াল। সেটা বেড়ে হয়েছে ২০ থেকে ২২ হাজার রিয়াল। আর এ ঘটনায় কেউ দ্বিতীয়বার আটক হলে গুণতে হচ্ছে ৪০ হাজার রিয়াল। তৃতীয়বার আটক হলে ৬০ রিয়াল। যার বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ লাখ।

সূত্র: দৈনিক পাকিস্তান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ