শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আজিমপুরে নিহত জামশেদ আত্মহত্যা করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshedগতকাল রাতে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত  জামশেদ হোসেন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ।

আজ রবিবার বিকাল চারটার দিকে ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তদন্তকারী চিকিৎসক বলেন, সমসেদের গলায় ধারালো অস্ত্রের গভীর জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আরও পাঁচটি ক্ষতচিহ্ন। তবে স্প্লিন্টারের আঘাতও রয়েছে বলে জানান তিনি। তবে নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন সমসেদ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে নিহত জামশেদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন লালবাগ থানার উপপরিদর্শক আশুতোষ।

গতকাল শনিবার রাত আটটার দিকে পুরান ঢাকার লালবাগ রোডের ২০৯/৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি সন্দেহে অভিযান চালায় পুলিশ। এ সময় একজন নারী পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময়ে একজন নারী হাতে ধারালো ছুরি ও পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গুলি করে আটক করতে সক্ষম হয়। জঙ্গিদের ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্যরা।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ