শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৩৫ বছর পর এবার হজের খুতবা দিচ্ছেন না শেইখ আবদুল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul-aziz-bin-abdullah-bin-baz-011-copyআওয়ার ইসলাম : টানা পঁয়ত্রিশ বছর আরাফার দিন হজের খুতবা দেয়ার পর হজের খুতবা প্রদান ও নামিরা মসজিদে ইমামতির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ।

তিনি ১৯৮১ সাল থেকে হজের খুতবা দিয়ে আসছিলেন। স্বাস্থ্যগত কারণে েএবার এই দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।  খবর সৌদি গেজেটের।

গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি আবুদল আজিজের স্থালাভিষিক্ত হতে পারেন বলে জানা গেছে।

হুমাইদ ছাড়াও গ্র্যান্ড মুফতি নির্বাচনে দু’জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন, ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্টার শায়খ সালিহ আল আশ শায়খ ও দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি চেয়ারম্যান গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস।

এফএফ


সম্পর্কিত খবর