মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


সংসদ এলাকায় কবর নয় : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ehanifআওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ ভবন এলাকায় কোনো কবরের স্থান হওয়া উচিত নয় । জিয়াউর রহমান কোনো আলেম বা পীর নয়, সংসদ ভবন এলাকায় তাঁর কবরের নাম করে যে মাজার বানানো হয়েছে, এটা আসলে সংসদকে অপমানিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পাশে গড়াই নদীর পাড়ে নির্মাণাধীন ইকো পার্ক এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘সে সময় জিয়াউর রহমানের মরদেহ নামে যা দাফন করা হয়েছিল, তা কেউ খুলে দেখেনি। এখানে একটি অজানা বিষয় রয়েছে। একটি মাজার তৈরি করে জাতীয় সংসদের নিরাপত্তা, পবিত্রতা নষ্ট হোক জনগণ তা চায় না। যদি তাঁর কবর সরানোর কোনো সিদ্ধান্ত হয় তবে জনগণ সেটিকে সঠিক মনে করবে।’

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ