বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আরো দু্ই পরমাণু স্থাপনার উদ্বোধন করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-iran-copyআওয়ার ইসলাম : ইরান আরো দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার দ্বিতীয় ও তৃতীয় ইউনিট হিসেবে পরমাণু স্থাপনা দুটি নির্মিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে রাশিয়ার কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

সালেহি বলেন, “শিল্পখাতে আমরা শান্তিপূর্ণ পরমাণু কর্মকাণ্ডের নতুন অধ্যায়ের সূচনা করছি। আমরা বুশেহরে আরো দুটি নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি।” ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজও করেছে রাশিয়া। এ স্থাপনাটি ২০১১ সালে উদ্বোধন করা হয় তবে পূর্ণমাত্রায় উৎপাদনে আসে আরো পরে। বুশেহর পরমাণু কেন্দ্র থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

সূত্র : রেডিও তেহরান

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ