বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কলরবের নাশিদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nashid-mahfilআওয়ার ইসলাম: ইসলামি সঙ্গীত নিয়ে গতকাল অন্যরকম সঙ্গীত সন্ধ্যার আয়োজন কলেছিল জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। ‘নাশিদ মাহফিল’ নামের অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যাপী অন্যরকম পবিত্র সুরের মেলা বসেছিল। শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হয়েছিল এর প্রতিটি ক্ষণ।

কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস এর নেতৃত্বে এতে প্রায় অর্ধশত শিল্পী একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে হামদ, নাত, দেশাত্ববোধক ও জনসচেতনতামূলক সংগীত পরিবেশন করে মাতিয়ে তোলে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠান সূচনার পূর্বেই কানায় কানায় ভরে যায় মিলনায়তনটি।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শুভ মুহূর্তটির উদ্বোধন হয়। তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্ষুদে কারি হাফেজ আবু রায়হান।

এর মাধ্যমে শুরু হয়ে যায় সংগীতের পর্ব। একে একে সংগীত পরিবেশন করেন-ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, মুহাম্মাদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান, ইলিয়াস হাসান, ওমর আব্দুল্লাহ, ইকবাল মাহমুদ, হুসাইন আদনান, ইলিয়াস আমিন, মাহফুজুল আলম, নজরুল ইসলাম, ফখরুল হক, হাসান মাহদী, সানিম মাহমুদ, তাহসীনুল ইসলাম, শাফিন আহমাদ, শামিম আরমান, শামিম আহমাদ, ফজলে এলাহী শাকিব প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ