বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পশ্চিমাদের কঠোর সমালোচনা করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardugan

আওয়ার ইসলাম : চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিরাপত্তা ইস্যু এবং শরণার্থী সমস্যা নিয়ে পশ্চিমা দেশগুলোর মনোভাবের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘পশ্চিমারা নিজেদের নিরাপত্তা নিয়েই মোহগ্রস্ত হয়ে আছে এবং শরণার্থী সমস্যা সমাধানে তারা বর্ণবাদীদের মত আচরণ করছে যা মানবতার জন্য অপমানজনক।’

তিনি সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে পার্থক্য না করার আহ্বান জানান এবং সকল সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের সমর্থন কামনা করে বলেন, ‘আইএস, পিকেকে, ওয়াইপিজি, ফেটো এসবের প্রত্যেকটিই সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে একই আচরণ প্রদর্শন করতে হবে। কোনো সংগঠনকে বিশেষ সহায়তা প্রদান করা হলে এরাই ক্ষতির কারণ হবে। এদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে’।

তিনি আরো বলেন, ‘তুরস্ক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সিরিয়ার জারাবুলুসে চালিত তুর্কি অভিযান ওই প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ’।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ