শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আদালত অবমাননাকারী দুই মন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnplogoআওয়ার ইসলাম : আদালত অবমাননার দায়ে দণ্ডিত সরকারের দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। সেইসাথে রায় প্রদানের তারিখ (২৭ মার্চ ২০১৬) থেকে দুই মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সব আদেশ বাতিল ঘোষণা করার আহ্বান জানিয়েছে দলটি।

বিএনপি মনে করে, তা না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এর সুদুরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে দলটি আশঙ্কা করছে।

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, এখন প্রশ্ন এসেছে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রী স্বপদে বহাল থাকতে পারেন কিনা। যদিও এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কেউ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সে কারণেই দেশের সর্ববৃহৎ দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে কালবিলম্ব না করে দুই মন্ত্রী অবিলম্বে মন্ত্রিত্ব ও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ