শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


শরীকে কুরবানি করার নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qurbani-meatআবু সাঈদ যোবায়ের; আওয়ার ইসলাম

শরীকে কুরবানি দেয়ার বিষয়টি আমাদরে দেশে বহুল প্রচলতি। এসংক্রান্ত কিছু জরুরি বিষয় আলোচিত হল।

১. এমন কিছু প্রাণী আছে যেগুলো দ্বারা শরীকে কুরবানি করা যায় না। যেমন: ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু কয়কেজন মিলে কুরবানি করলে কারো কুরবানিই  সহিহ হবে না।

২. উট, গরু, মহিষে সর্বোচ্চ সাত জন শরীক হতে পারবে। সাতের অধিক শরীক হলে কারো কুরবানি সহিহ হবে না। -সহিহ মুসলমি ১৩১৮, মুয়াত্তা মালকে ১/৩১৯, বাদায়উেস সানায়ে ৪/২০৭-২০৮

৩. সাতজন মিলে কুরবানি করলে সবার অংশ র্পূণ সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ,কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানিই সহিহ হবে না। -বাদায়উেস সানায়ে ৪/২০৭

৪. উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা জায়যে। -সহিহ মুসলিম ১৩১৮, বাদায়উেস সানায়ে ৪/২০৭

এইচএ


সম্পর্কিত খবর