বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বিএনপির নতুন কমিটি থেকে শিরিন-পাপিয়ার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : বিএনপির নতুন কমিটির সহ মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দা আশিফা আশরাফিপাপিয়া । এছাড়া বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি এক নেতার এক পদ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন সুলতানা । তবে তিনি মহিলাদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ দু’জন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পদছাড়ার বিষয়ে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছি । পদত্যাগপত্রে আমি তাই উল্লেখ করেছি । পদত্যাগের বিষয়টি জানতে আশরাফি পাপিয়ার সঙ্গে।মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেন নি। বিএনপির নতুন কমিটি ঘোষণার পর ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে ফেসবুকে পাপিয়া স্ট্যাটাস দেন। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হলে ১১ আগস্ট সংবাদ সম্মেলন করে স্ট্যাটাসের বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন তিনি বলেন, তার কোন ফেসবুক একাউন্ট নেই।

এজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ