শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

জঙ্গিবাদবিরোধী ৪৫ কি.মি দীর্ঘ মানববন্ধন করবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় কওমি শিক্ষার্থীদের জঙ্গিবাদীবিরোধী ইতিহাসের দীর্ঘ মানববন্ধন শুরু হয়েছে সকাল ১০ টায়। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এ মানববন্ধন। মানববন্ধন চলবে ১১ টা পর্যন্ত।

মানববন্ধনে ঢাকা মহানগরীর প্রায় আড়াই লক্ষ কওমি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। গতকাল মানববন্ধন সফলের লক্ষ্যে সংগঠনের শীর্ষ আলেমদের পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

befaq

জানা যায়, মাববন্ধনটি রাজধানীর দক্ষিণে সদরঘাট থেকে শুরু হয়ে শেষ হবে জয়দেবপুর পর্যন্ত। যার ব্যাপ্তি হবে ৪৫ কিলোমিটার। ঐতিহাসিক এ মানববন্ধনের জন্য তৈরি হয়েছে ২০ হাজার ফেস্টুন এবং ৫ হাজার ব্যানার। গত দুইদিন যাবত দীর্ঘ এ মানববন্ধনের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এতে ঢাকার সব কওমি মাদরাসা স্বতস্ফূর্তভাবে অংশ নেবে বলে জানা গেছে।

মানববন্ধনের স্বেচ্ছাসেবক জিম্মাদার বারিধারা মাদরাসার শিক্ষক মুফতি আল আমীন কাসেমী বলেন, আমরা মানববন্ধন সফলের লক্ষ্যে ২০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করেছি। যারা বিভিন্ন পয়েন্টে থেকে দায়িত্ব পালন করবে।

মানববন্ধনের উত্তরার জিম্মাদার মাওলানা নেয়ামতুল্লাহ আমিন জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এটি হবে অন্যরকম পদক্ষেপ।

ইতিহাসের দীর্ঘ এ মানববন্ধন বিষয়ে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার আওয়ার ইসলামকে বলেন, আমরা কওমি মাদরাসার পক্ষ থেকে দেশ ও সরকারকে জানাতে চাই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করেন না। আমরা জঙ্গিবাদের বিপক্ষে। এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ মানববন্ধন বলেও জানান তিনি।

মানববন্ধন পরিচালনার দায়িত্বে রয়েছেন বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকের সহ সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, আমরা বৃহৎ একটি শক্তি বৃহৎভাবে দেশ ও সরকারকে জানাতেই চাই এই জঙ্গিবাদ ইসলাম বিরোধী। এটি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।

বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সবাইকে মানববন্ধনে অংশ নিয়ে মানববন্ধন সফল করার আহবান জানান।

lal

ll

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ