মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইশা ছাত্র আন্দোলন কর্মীদের প্রশংসা করলেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha2-300x168 copyআওয়ার ইসলাম : গত ২৬ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পুনর্মিলনী সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ ‘বাংলাদেশ প্রতিদিনে’র সম্পাদকীয় পাতায় প্রকাশিত একটি কলামে কাদের সিদ্দিকী ইসলামী আন্দোলনের পুনর্মিলনী সমাবেশের ব্যাপারে মুগ্ধতা প্রকাশ করেছেন এবং ইশা ছাত্র আন্দোলনের কর্মীদের তাহজিব তমদ্দুনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

পুনর্মিলনী সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিলো উল্লেখ করে কাদের সিদ্দিকী লিখেছেন, ‘আমার বেশ ভালো লেগেছে। অনেক বক্তার বক্তৃতায় যথেষ্ট বাস্তবতার স্বাক্ষর দেখেছি। মিলনমেলা শেষ হওয়ার একটু আগে চলে এসেছিলাম। সম্মিলনীতে আসা হাজার হাজার দর্শক-শ্রোতা পরম আগ্রহে আমার সঙ্গে হাত মিলিয়েছেন, কুশল জিজ্ঞাসা করেছেন। আমি যেমন দেশের মানুষ হিসেবে তাদের ভালোবাসি তারাও যে আমাকে ভালোবাসেন তা তাদের আচার-ব্যবহারে বোঝা গেছে।’

মুক্তিযুদ্ধে বিপুল অবদানের জন্য বঙ্গবীর খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা তার লেখায় জানান, মুক্তিযুদ্ধে চরমোনাই কিছুটা পাকিস্তান-ঘেঁষা থাকলেও কোনো অন্যায়ের সাথে কখনোই জড়িত হয়নি। তিনি লিখেছেন,‘চরমোনাইর প্রধান সৈয়দ ফজলুল করিম ছিলেন একজন মুক্তমনা মানুষ। তাই তারা পাকিস্তানের সঙ্গে থাকলেও যা অন্যায় তা করেনি।’ কোনো অন্যায় না করার কারণেই স্বাধীনতার পর সৈয়দ ফজলুল করিম রহ. জাতীয় রাজনীতিতে তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে বিচরণ করেছেন বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এ পর্যন্ত তাদের যে কয়েকটি অনুষ্ঠানে গেছি সেখানে তাদের আদব-কায়দা, তাহজিব-তমদ্দুন আমার খুবই ভালো লেগেছে।’

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ