মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


লাইক কমেন্টের মাধ্যমেও জঙ্গি কর্মকাণ্ডে প্রচার চালানো শাস্তিযোগ্য অপরাধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_12872 copyআওয়ার ইসলাম : আজ রোববার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার চালানো যাবে না। জঙ্গি কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, মন্তব্য করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার চালানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু ব্যক্তি জেনে বা না জেনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ