শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হিজাব পরে মুসলিম মার্কিনীর অলিম্পিক জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ibtihaj-Muhammad-Team-USA (1) copy

আওয়ার ইসলাম : হিজাব পরে প্রথম আমেরিকান ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক গেমসে অংশ নেয়া আবতিহাজ মোহাম্মদ ফেন্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন।

মুসলিম-আমেরিকান এই নারী নারী হিজাব পরে প্রথম মার্কিন অলিম্পিয়ান হিসেবে অংশ নেন। গত শনিবার তিনি নারীদের টিম স্যাবার ইভেন্টে ব্রোঞ্জ পান। চার সদস্যের মার্কিন টিমটি ৪৫-৩০ পয়েন্টে ইতালিকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। তার দলের অন্য সদস্যরা ছিলেন ডবল অলিম্পিক চ্যাম্পিয়ন ডাগমারা ওজনিয়ক, ম্যারিয়েল জাগুনিস ও মনিকা আকসামিত।

জয় লাভের পর আবতিহাজ মোহাম্মদ বলেন, আমাদের জন্য এটা ছিল প্রিয় সফর। এই মুহূর্তটা আমি ভুলব না।

তার টিমমেট ওজনিয়ক বলেন, এটা একটা খেলা। আপনার বর্ণ কী, ধর্ম কী, তা কোনো ব্যাপার নয়।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ