শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


নকল চুল-দাড়িতে ওজু হবে না: দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দারুল উলুম দেওবন্দ তাদের একটি নতুন ফতোয়ায় বলেছে, নকল চুল-দাড়ি লাগানো থাকলে অজু-গোসল হবে না। আর ওজু ও গোসলের ফরজ আদায় না হওয়ায় নকল চুল দাড়ি লাগানো অবস্থায় অজু করে নামায পড়লে নামাযও হবে না।

ফতোয়ায় এর কারণ ব্যখ্যা করতে গিয়ে বলা হয়েছে, নকল চুল বা দাড়ি লাগানো থাকলে অজুর সময় পানি মাথার তালুতে পৌঁছায় না, নকল দাড়ির কারণে মুখের একটা অংশে পানি লাগে না। আর শরীরের এই অংশে পানি পৌঁছানো অজু ও গোসল উভয় ক্ষেত্রেই ফরজ।

ফতোয়ায় আরও বলা হয়েছে, যদি পরচুলা পরা অত্যন্ত প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে অজু ও গোসলের সময় পরচুলা খুলে নিতে হবে। পরে নামাজ পাঠের আগে তা পরে নেওয়া যেতে পারে। তবে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো হলে সেক্ষেত্রে কোনও বাধা নেই।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ